নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ ::দার্জিলিং :: পশ্চিমবঙ্গ ভেঙে উত্তরবঙ্গ, দার্জিলিং বা আলাদা গোর্খাল্যান্ড রাজ্য গড়ার দাবি আগে থেকেই ছিল। প্রায় ছয় মাস বিরতিতে আবারও বিষয়টি সামনে এনেছেন দার্জিলিং জেলার কার্সিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। গত রোববার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে লেখা এক চিঠিতে একই দাবি তুলেছেন তিনি।
চিঠিতে বিষ্ণুপ্রসাদ শর্মা লেখেন, ‘এবারের রাজ্য বিধানসভা নির্বাচনে দার্জিলিংয়ের উন্নয়নের জন্য আমরা একগুচ্ছ দাবি নিয়ে মাঠে নেমেছিলাম। সেই নির্বাচনে আমরা দার্জিলিংয়ের বিধানসভার তিনটি আসন পেয়েছিলাম। দার্জিলিংয়ের মানুষ বিজেপির ওপর ভরসা রেখে আমাদের জিতিয়েছিল।
তাই আমরা আবার দাবি তুলছি, পশ্চিমবঙ্গের অবহেলিত উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের মর্যাদা দেওয়া হোক। নয়তো উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হোক।’
এর আগে বিধানসভা নির্বাচনের পর ১৫ জুন এক বৈঠকের পর আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জনবার্লা আলাদা উত্তরবঙ্গ রাজ্য গড়ার দাবি তুলেছিলেন। এরপর বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁও আলাদা ‘জঙ্গলমহল’ রাজ্যের দাবি তোলেন। নদীয়া ও বনগাঁর ১২টি বিধানসভার আসন নিয়ে সর্বশেষ আলাদা ‘বঙ্গভূমি’ রাজ্য গঠনের দাবি ওঠে।
আলাদা রাজ্যের পাশাপাশি বেশ কিছু দাবি তুলেছেন বিষ্ণুপ্রসাদ শর্মা। তিনি বলেন, উত্তরবঙ্গে এইমস হাসপাতাল নির্মাণ করতে হবে। আনতে হবে নেপালি ভাষায় টেলিভিশন ও রেডিও চ্যানেল। এ ছাড়া চা–বাগানের শ্রমিকদের উন্নয়নের জন্য তাঁদের বেতন বাড়াতে হবে।
এ নিয়ে রাজ্যের বিরোধীদলীয় নেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেছেন, ‘এ দাবি বিধায়কের ব্যক্তিগত দাবি। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’ বিজেপির কেন্দ্রীয় নেতা ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আগেই জানিয়েছিলেন, বাংলা ভাঙার পক্ষে নেই বিজেপি। বিজেপি অখণ্ড বাংলায় বিশ্বাসী।