নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: গড়চিরোলি, মহারাষ্ট্র :: বুধবার ২৭,আগস্ট :: আজ ভোরে মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায় নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে তীব্র সংঘর্ষে চারজন মাওবাদী নিহত হয়েছে।
অভিযান কীভাবে শুরু হয়
জেলা পুলিশের বিশেষ সন্ত্রাসবিরোধী ইউনিট C-60 কমান্ডো বাহিনী গোপন সূত্রে খবর পেয়ে গভীর জঙ্গলে অভিযান চালায়। হঠাৎই মাওবাদীরা সেনাদের লক্ষ্য করে গুলি চালালে পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। প্রায় আট ঘণ্টা গুলি বিনিময়ের পর ঘটনাস্থল থেকে চার মাওবাদীর মৃতদেহ উদ্ধার হয়।
উদ্ধারকৃত সামগ্রী ::
পুলিশ জানিয়েছে, সংঘর্ষস্থল থেকে একাধিক আধুনিক অস্ত্র, বিস্ফোরক এবং মাওবাদী প্রচারসামগ্রী উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে এরা স্থানীয় দলে সক্রিয় গুরুত্বপূর্ণ সদস্য।
পুলিশ ও প্রশাসনের বক্তব্য
জেলা পুলিশ সুপার জানিয়েছেন—“মাওবাদী দমন অভিযান আরও জোরদার হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।”
গড়চিরোলি বহুদিন ধরেই মাওবাদী কার্যকলাপের জন্য সংবেদনশীল এলাকা হিসেবে পরিচিত। গত কয়েক মাস ধরে নিরাপত্তা বাহিনী সেখানে ব্যাপক অভিযান চালাচ্ছে, যার ফলে সংঘর্ষের ঘটনা বেড়ে চলেছে।