নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডেস্ক নিউজ :: বৃহস্পতিবার ২৮,আগস্ট :: ওয়াশিংটন ও নয়াদিল্লির সম্পর্ক নতুন এক কূটনৈতিক চাপের মুখে পড়তে চলেছে। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ভারত যদি রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে নিজেদের অবস্থান পরিবর্তন না করে, তবে তিনি কোনওভাবেই নমনীয় হবেন না।
রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে আসছে। কিন্তু ভারত আন্তর্জাতিক বাজারে তুলনামূলক সস্তা দামে রুশ তেল আমদানি অব্যাহত রেখেছে।এই অবস্থানকে যুক্তরাষ্ট্রের অনেক নীতিনির্ধারকই রাশিয়ার বিরুদ্ধে চাপ প্রয়োগে বাধা হিসেবে দেখছেন।
ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে পরিষ্কার হয়েছে, তিনি ক্ষমতায় ফিরলে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নীতি গ্রহণ করবেন এবং মিত্র দেশগুলোর কাছ থেকেও একই ধরনের অবস্থান আশা করবেন।
অন্যদিকে, ভারত বারবার জানিয়ে এসেছে যে তাদের প্রধান অগ্রাধিকার হলো শক্তি নিরাপত্তা। ভারত সরকারের বক্তব্য, আন্তর্জাতিক বাজারে যেখানে সাশ্রয়ী জ্বালানি পাওয়া যায়, সেখান থেকেই আমদানি করা হবে, আর সেটি একান্তই দেশের “জাতীয় স্বার্থ” এর অংশ।
বিশ্লেষকদের মতে, এই টানাপোড়েনের ফলে ভবিষ্যতে নয়াদিল্লিকে একদিকে মার্কিন সম্পর্ক, অন্যদিকে জ্বালানি নিরাপত্তা—দুটির মধ্যে সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করে চলতে হবে।