নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ২৯,আগস্ট :: আর জি কর কাণ্ডে নতুন মোড়। শুক্রবার সকালে কলকাতা পুরসভার ডেপুটি মেয়রের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
শহরের নামকরা আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া নারকীয় ঘটনার তদন্তের সূত্র ধরেই এই পদক্ষেপ বলে জানিয়েছে সূত্র।সকালে হঠাৎই সিবিআইয়ের একাধিক আধিকারিক ডেপুটি মেয়রের বাড়িতে পৌঁছে যান। তল্লাশির সময় স্থানীয় থানার পুলিশকেও সেখানে মোতায়েন করা হয়। জানা গেছে, তদন্তকারীরা কিছু গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল ডিভাইস জব্দ করেছেন।
রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই এই তল্লাশি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। শাসক দলের তরফে অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বিরোধীরা কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে। অন্যদিকে বিরোধী শিবিরের দাবি, “দোষীদের রক্ষা করতে সরকার চাইছে, তাই নিরপেক্ষ তদন্ত জরুরি।”
সিবিআই সূত্রে খবর, আগামী দিনে আরও কয়েকজন জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে। ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তেজনা তৈরি হয়েছে।