নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: শনিবার ৩০,আগস্ট :: আমেরিকার একটি ফেডারেল আদালত জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত বহু শুল্ক আইনসঙ্গত নয়। বিশেষত চীনের উপর বাণিজ্য যুদ্ধের অংশ হিসেবে ধারাবাহিকভাবে আরোপিত অতিরিক্ত শুল্কের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে আদালত।
রায়ে বলা হয়েছে, প্রশাসন বাণিজ্যিক প্রক্রিয়ার স্বচ্ছতা রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। ফলে আমদানিকারক সংস্থাগুলি ক্ষতির মুখে পড়েছে।
আইনি বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তে চীন-আমেরিকা বাণিজ্য সম্পর্ক নতুন মোড় নিতে পারে। ব্যবসায়ী মহল আশা করছে, অবৈধ ঘোষিত শুল্ক প্রত্যাহার হলে আন্তর্জাতিক বাণিজ্যে কিছুটা স্বস্তি ফিরবে।