নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কুলটি :: শনিবার ৩০,আগস্ট :: কুলটির নিয়ামতপুরে শুটআউট।দুস্কৃতিদের গুলিতে নিহত এক। মৃতের নাম জাভেদ বারিক, আসানসোল পৌরনিগমের অস্থায়ী কর্মী ছিলেন।আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর রহমান পাড়ার ঘটনা। সিসিটিভিতে ধরা পড়েছে শুট আউটের দৃশ্য।শুক্রবার রাতে রহমান পাড়ায় এক ব্যক্তিকে লক্ষ করে শুট আউট করা হয়। দুই দুস্কৃতি মোটরবাইক করে খুব কাছ থেকে লক্ষ করে গুলি চালায়।
খবর পেয়ে ঘটনাস্থলেই কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ পৌছায়। গুলিবিদ্ধ অবস্থায় জাভেদ বারিক কে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করে। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্তে পুলিশ।