নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামালপুর :: শনিবার ৩০,আগস্ট :: তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের জামালপুর থানার নবগ্রামের একটি ইটভাটা সংলগ্ন এলাকায়। উদ্ধার হয়েছে একটি ব্যাগে ন’টি তাজা বোমা।
একটি গাছের নিচে একটি ব্যাগ কে পড়ে থাকতে দেখে এলাকার মানুষের সন্দেহ হয়। এরপর তারাই পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে এলাকাটি ঘিরে দেয়।
পরে ঘটনাস্থলে পুলিশ বোম্ব ডিসপোজাল স্কোয়াড এবং দমকল বাহিনীকে নিয়ে হাজির হয়। ইতিমধ্যে উদ্ধার হওয়া ন’টি বোমা নিষ্ক্রিয় করেছে বোম স্কোয়াড।
কে বা কারা কি উদ্দেশ্যে বোমাগুলো রেখেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্তও শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।এই ঘটনায় এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রসঙ্গত কিছুদিন আগেই জামালপুরের আমরপুর থেকে তাজা বোমা উদ্ধার করেছিলো পুলিশ।
এরপর নবগ্রাম এলাকা থেকে উদ্ধার হলো ৯ টি বোমা। স্বাভাবিকভাবেই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জামালপুরের বিভিন্ন এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় আলোড়ন ছড়াচ্ছে।