নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ৩১,আগস্ট :: রাজ্যের প্রাক্তন শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নামও এসএসসির অযোগ্য বা কলঙ্কিত প্রার্থীদের তালিকায় উঠে এসেছে।
এদিন পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন (CSSC) সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই তালিকা প্রকাশ করে। ওই তালিকায় অঙ্কিতা অধিকারীর নাম ৭৬ ক্রমিকের ১০৪ নম্বরে রয়েছে।
আইন বিশেষজ্ঞ ও শিক্ষামহলের একাংশের মতে, এই তালিকায় তাঁর নাম থাকা স্বাভাবিক, কারণ অঙ্কিতার নিয়োগকেই কেন্দ্র করে প্রথম নিয়োগ–দুর্নীতির বিষয়টি সামনে এসেছিল। তবে অঙ্কিতা এ বিষয়ে মন্তব্য করতে চাননি।
তিনি শুধু বলেন, “মামলাটি আদালতে বিচারাধীন। আমি পিএইচডি সম্পন্ন করেছি। এখন এসএসসি পরীক্ষা দেব কি না, সে বিষয় নিয়ে ভাবছি না।”
প্রসঙ্গত, সম্প্রতি সুপ্রিম কোর্ট বিজয় বিশ্বাস বনাম রাজ্য সরকার মামলায় কলকাতা হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে। সেই রায়ের ভিত্তিতেই কমিশন তাদের ওয়েবসাইটে “তালিকা–১” নামে এই প্রার্থীদের নাম প্রকাশ করেছে।
কমিশনের বক্তব্য অনুযায়ী, যাঁদের নিয়োগ হাইকোর্ট বাতিল করেছিল এবং সুপ্রিম কোর্টও তাতে সিলমোহর দিয়েছে, তাঁদের নামই এখানে অন্তর্ভুক্ত হয়েছে। ভবিষ্যতে তাঁরা আর স্কুল সার্ভিস কমিশনের কোনো পরীক্ষায় অংশ নিতে পারবেন না। ইতিমধ্যেই এই তালিকা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।