নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: কাবুল :: সোমবার ১,সেপ্টেম্বর :: আফগানিস্তান কেঁপে উঠল ভয়াবহ ভূমিকম্পে। দেশজুড়ে এখন হাহাকার, ধ্বংসস্তূপে চাপা পড়েছে অগণিত মানুষ।
সরকারি সূত্রে জানা গিয়েছে, অন্তত ৬০০ জনের প্রাণহানি ঘটেছে এই মর্মান্তিক বিপর্যয়ে। আহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে, তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হেরাত ও পার্শ্ববর্তী প্রদেশগুলি। বহু গ্রাম সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা রাতভর তল্লাশি চালিয়ে বহু মৃতদেহ উদ্ধার করেছেন। আন্তর্জাতিক সাহায্যের জন্য আবেদন জানিয়েছে তালিবান সরকার।
চোখের সামনে ঘর ভেঙে পড়ার দৃশ্য এখনও ভুলতে পারছেন না বেঁচে যাওয়া মানুষরা। খাদ্য, পানিয় ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে দুর্গত এলাকায়।
জাতিসংঘ ও রেড ক্রস ইতিমধ্যেই জরুরি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। ভূমিকম্পে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে আফগানিস্তান আবারও এক মানবিক সংকটের মুখে দাঁড়িয়ে গেল।