নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাণ্ডবেশ্বর :: মঙ্গলবার ২,সেপ্টেম্বর :: পাণ্ডবেশ্বর বিধানসভার পাণ্ডবেশ্বর এর অজয় নদীর সেতুর কাছে যে P HE পাম্প হাউসে ক্লোরিন গ্যাস লিক করে আহত বেশ কিছু জন মৃত এক এক মহিলা নাম জোসনা পার্টনায়ক বয়স আনুমানিক ৫৫। পাণ্ডবেশ্বর এর P H E পাম্প হাউসের পেছনে বাড়ি।ঘটনার জেরে আতঙ্ক এবং চাঞ্চল্য গোটা পাণ্ডবেশ্বর এলাকার জুড়ে। ঘটনাস্থলে পাণ্ডবেশ্বর থানা পুলিশ ও একটা দমকলের ইঞ্জিন ও পি এইচ ই দপ্তরের আধিকারিকরা। এই ঘটনায় আনুমানিক আট জন গ্যাসে আক্রান্ত হয় এবং একজন মহিলার ওই গ্যাসের কারণে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং তাকে হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মারা যায়।
এই গ্যাস লিক হওয়ায় এই দুর্ঘটনা ঘটে এবং আশেপাশের যে এলাকায় এই গ্যাস ছড়িয়েছে সেই ছড়ানোর ফলে এই দুর্ঘটনা বেশ কিছু জনকে পাণ্ডবেশ্বরে বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। তারা আপাতত এখন সুস্থ রয়েছে। কি করে এই গ্যাসলিক হলো তা তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ