নিয়ামতপুর ফাঁড়ি পুলিশের বড় সাফল্য, জাভেদ বারিক গুলি কাণ্ডে গ্রেপ্তার মাস্টার মাইন্ড সহ আরও  দুজন ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ৩,সেপ্টেম্বর :: নিয়ামতপুর ফাঁড়ি পুলিশের বড় সাফল্য, জাভেদ বারিক গুলি কাণ্ডে গ্রেপ্তার মাস্টার মাইন্ড সহ আরও  দুজন ।

ঘটনার সম্বন্ধে জানিয়ে দেওয়া হচ্ছে গত শুক্রবার রাত্রে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত নিয়ামতপুরের রহমান পাড়ায় এক শুট আউটের ঘটনা ঘটে। এই ঘটনায় রহমান পাড়ার বাসিন্দা জাবেদ বারিক কে মাথায় গুলি করে মারে বাইকে এসে দুই দুষ্কৃতী।পুরো ঘটনার মুহূর্ত রেকর্ড হয়ে যায় সিসি টিভি ফুটেজে। সে ফুটেজ এবং মৃতের স্ত্রী অভিযোগের ভিত্তিতে গত শনিবারে মৃত জাভেদ বারিকের খুড়তুতো ভাই ইন্তিকাফ আলমকে গ্রেপ্তার করে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ।

এরপর ঘটনার তদন্তে নেমে নিয়ামতপুর ফাঁড়ি পুলিশের হাতে আসে বড় সাফল্য। এই ঘটনার মূল অভিযুক্ত বা মাস্টার মাইন্ড ফারাহ নাজক এবং তার ড্রাইভার সাজিদ আক্তার সৈয়দ @ ফাইজলকে অবশেষে জলপাইগুড়ির কোতয়ালি পুলিশ থানা পুলিশের সাহযোগিতায় বেরুবাড়ি গ্রাম থেকে গ্রেপ্তার করে নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ।

ফারাহ নাজক মৃত জাভেদ বারিকের খুড়তুতো বোন বলে জানা যায় অর্থাৎ ইন্তিকাফ আলম এবং ফারাহ নাজ এরা দুই জন নিজ ভাই বোন। এবং ড্রাইভার সাজিদ আক্তার সৈয়দ ওরফে ফাইজলও নিজের কাকার ছেলে ভাই ফারাহ নাজের বলে জানা যায়।

জলপাইগুড়ি থেকে গ্রেপ্তার ফারাহ নাজ এবং ড্রাইভার সাজিদ আক্তার সৈয়দ ওরফে ফাইজলকে আসানসোল জেলা আদালতে পাঠিয়ে দেওয়া হয়। পুলিশ তদন্তের জন্য তাদেরকে ৭ দিনের পুলিশ হেপাজত বা রিমান্ডে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

সব মিলিয়ে জাভেদ বারিক হত্যা কাণ্ডে এখনো পর্যন্ত গ্রেপ্তার ৩ জন। বাকিদের খোঁজ চালিয়ে যাচ্ছে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 6 =