নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: বুধবার ৩,সেপ্টেম্বর :: মঙ্গলবার সকালে ভাঙড় থেকে কলকাতা যাচ্ছিলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। বামনঘাটা এলাকায় ঘটে দুর্ঘটনা। বিধায়কের গাড়ির সামনে থাকা কলকাতা পুলিশের পাইলট কার ধাক্কা দেয় সামনের একটি বাইকে। ছিটকে পড়ে যান ওই বাইক আরোহী।
দুর্ঘটনাটি ঘটে সায়েন্স সিটি লাগোয়া বামনঘাটা এলাকায়। গুরুতর আহত চালককে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।কিন্তু বিকেলে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। মৃতের নাম মহম্মদ তাজউদ্দিন।
কড়েয়া থানা এলাকার বাসিন্দা মহম্মদ তাজউদ্দিনকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। শুরু হয় চিকিৎসা। কিন্তু তাতেও লাভ হল না। কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন যুবক। বিষয়টা জানার পরই দুঃখপ্রকাশ করেন বিধায়ক শওকত।
সূত্রের খবর, গাড়িটির রেজিস্ট্রেশন কলকাতা পুলিশের নামে। ২০২৪ সালে গাড়িটির রেজিস্ট্রেশন বাতিল হয়েছে।
মৃতের স্ত্রী বলেছেন, ‘ওঁকে (শওকত মোল্লা) বলুন আমার স্বামীকে এনে দিতে। আমার ছোট বাচ্চা অপেক্ষা করবে ওর বাবার জন্য। উনি তো আস্তে গাড়ি চালান। হেলমেট ছাড়া গাড়ি চালান না।’
মৃতের শ্যালিকা বলেন, ’এত কীসের তাড়া ছিল বিধায়কের, যে একজনকে মেরে দিয়ে যেতে হল। আমরা ছাড়ব না। ওঁর তো আসা উচিত ছিল আমাদের কাছে। এই বাচ্চাগুলোর দায়িত্ব কে নেবে?’ পরিবারের তরফে জানানো হয়েছে, তারা এবিষয়ে থানায় অভিযোগ জানাবে।