নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পোলবা :: বৃহস্পতিবার ৪,সেপ্টেম্বর :: হুগলি জেলার পোলবা থানায় পুলিশের বড় সাফল্য। পুলিশের পোশাক পরে নকল পরিচয়ে ঘোরাফেরা করা দুই ভুয়ো পুলিশকে গ্রেফতার করল পোলবা থানার পুলিশ।
পোলবা থানায় এক বিশেষ সাংবাদিক সম্মেলনে ডিএসপি ডিএনডি প্রিয়ব্রত বক্সি জানান, ধৃতদের নাম সৌমদীপ সাঁতরা বয়স ২৮, বাড়ি বলাগড় এবং প্রতাপ ঘোষ বয়স ৩৬, বাড়ি তালান্ডু মালিপাড়া।
পুলিশের তরফে জানানো হয়েছে, তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পুলিশের পোশাক,পিস্তল রাখার খাপ,দুটি মোবাইল ফোন,গুলি রাখার ব্যাগ। একটি কারখানা থেকে তাদের গ্রেফতার করে পোলবা থানার পুলিশ। আজ তাদের আদালতে তোলা হবে এবং পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন ডিএসপি ডি এন ডি প্রিয়ব্রত বক্সি।
পুলিশের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরেই ভুয়ো পরিচয়ে এই দুই অভিযুক্ত বিভিন্ন এলাকায় সক্রিয় ছিল। তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে এর পিছনে আরও কেউ জড়িত আছে কি না।