নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ৪,সেপ্টেম্বর :: ফেক ট্রাফিক চালান সম্পর্কে মানুষকে সচেতন করতে বিধান নগর পুলিশের প্রেস কনফারেন্স।
প্রেস কনফারেন্স এ উপস্থিত ছিলেন ডিসি ট্রাফিক নিমা নরবু ভুটিয়া, ডিসি বিধান নগর অনিস সরকার ও ডিসি ডিডি KULDIP SONAWANE।

তাকে বলা হচ্ছে একটি গাড়ির নাম্বার দেওয়া হচ্ছে সঙ্গে একটি ভুয়ো চালান নাম্বার দিয়ে বলা হচ্ছে যে আপনি একটি ট্রাফিক ভায়োলেশন করেছেন এবং সেই ভায়োলেশনটা করার জন্য আপনাকে ফাইন দিতে হবে।
তার সাথে সাথে এখানে বলা আছে যদি আপনি সেটার বিষয়ে কোনো এভিডেন্স যদি দেখতে চান এবং টাকাটা যাতে সহজে পেমেন্ট করতে পারে তার জন্য একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হচ্ছে।
এই ধরনের যে চালান সেটা ভুয়ো চালান এটা আমরা মানুষকে জানাতে চাইছি এটা সম্পূর্ণ রকম ভাবে ফেক এটা এক রকমের স্ক্যাম। এই অ্যাপটা যদি কেউ ডাউনলোড করে তাহলে একটা সম্ভাবনা থাকছে একটি সাইবার ক্রাইমের প্রতারণার ভিকটিম হয়ে যাচ্ছে।