নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারাকপুর :: বৃহস্পতিবার ৪,সেপ্টেম্বর :: আমি যদি বিধানসভায় থাকতাম তা হলে ঐ বিধানসভার মধ্যেই ফেলে পেটাতাম। উনি দেশদ্রোহী ভারতের তুলনা বাংলাদেশের সাথে করছে.ব্রাত্য বসু নিয়ে এমন মন্তব্য অর্জুন সিংয়ের। ব্রাত্য বসু কে ধরে মারা উচিত।
আমার দল ভেজিটেরিয়ান তাই । মমতা বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসুরা, বিধানসভায় বসে দেশের বিরুদ্ধে কথা বলছে আর আমরা বসে বসে দেখব। আগে উনি বি এস এফ কে অপমান করতেন এখন সেনা বাহিনীর কাছে পৌছে গেছেন।
ওনাকে ফোট ইউলিযামে নিয়ে গিয়ে কোর্টমার্শাল করা উচিত। এটাই মন্তব্য বারাকপুরের বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর ।