বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ এলাকায় একটি ঘরের ভেতর থেকে মা ও মেয়ের পচা গলা দেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ৪,সেপ্টেম্বর :: বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ এলাকায় একটি ঘরের ভেতর থেকে মা ও মেয়ের পচা গলা দেহ উদ্ধার করা হয় বুধবার রাতে। বর্ধমান সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি গেটের তালা ভেঙ্গে ঘরের ভেতর থেকে দেহ উদ্ধার করে।

একটি খাটে চাদর মুড়িয়ে বিছানায় শোয়া অবস্থায় ছিল তাদের দেহ। ঘরের এসি চালু ছিল। মৃতদের নাম শিখা ভট্টাচার্য বয়স৫৫বছর, ঈশা ভট্টাচার্য বয়স৩০বছর।

জানা গেছে এক প্রতিবেশী তার বাড়ির অনুষ্ঠান উপলক্ষে নিমন্ত্রণ করতে এসেছিলেন। বারবার ডেকেও সাড়া না পাওয়ায় জানালার কাছে আসতেই নাকে দুর্গন্ধ লাগে।

তৎক্ষনাৎ তাদের অন্যান্য আত্মীয়দের তিনি ফোন করে বিষয়টি জানান। এরপরই প্রতিবেশীরা বাড়ির সামনে হাজির হয়। আসে পুলিশ। ভাঙ্গা হয় তিনটি গেটের তালা। তারপরেই দেখা যায় ঘরের ভিতর তাদের মৃতদেহ। প্রতিবেশীরা জানিয়েছে তাদের ৫ থেকে ৭ দিন বাইরে দেখা যায়নি।

এই পরিবারেরই আত্মীয় চঞ্চল মন্ডল জানিয়েছেন , বাড়ির গৃহকর্ত্রী শিখা ভট্টাচার্যের স্বামী গত এক বছর আগে মারা গেছেন মেয়ে ইসা ভট্টাচার্যের বিয়ে হয়েছিল বছর দেড়েক আগে। কিন্তু সে বাপের বাড়িতেই থাকতো। কোন মানসিক অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা করতে পারে তারা  অনুমান। তবে গোটা বিষয়টা পুলিশ তদন্ত করে দেখছে, মৃত্যুর কারণ কি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 12 =