সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ক্যানিং :: বৃহস্পতিবার ৪,সেপ্টেম্বর :: পিয়ালী নদী থেকে আধ পোড়া মৃতদেহ উদ্ধার করল পুলিশ, আটক মৃতার ছেলে। উল্লেখ্য কানিংয়ের ইটখোলা পঞ্চায়েতের বৈকুন্ঠপুর গ্রামের বাসিন্দা শীতলা সরদার(৫৫) মারা যায় বুধবার ।
স্থানীয় কালিগঙ্গা শ্মশানে দাহ করার জন্য গ্রামের লোকজনকে সাথে নিয়ে ছেলে অরুণ সরদার গিয়েছিলেন। পরে শ্মশানে আধপোড়া অবস্থায় দেহ পিয়ালি নদীতে ফেলে পালিয়ে যায় শ্মশান যাত্রীরা ।
বৃহস্পতিবার হঠাৎ নদীতে আধপড়া মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। তারা ক্যানিং থানার পুলিশ কে খবর দেয়। পুলিশ আধপোড়া দেহ উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।
মৃতদেহ সম্পূর্ণ না পুড়িয়ে কেন নদীতে ফেলে দেওয়া হলো তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যে পুলিশ মৃতার ছেলে অরুণ সরদারকে আটক করেছে। মৃতদেহ উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে পুলিশ।