নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বড়ঞা :: শুক্রবার ৫,সেপ্টেম্বর :: মুর্শিদাবাদ জেলার বড়ঞায় বৃহস্পতিবার রাতে ঘটল মর্মান্তিক পথ দুর্ঘটনা। দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে এক শিশুসহ তিনজনের। আশঙ্কাজনক অবস্থায় আরো তিনজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
ঘটনাটি ঘটেছে বড়ঞা থানার কয়থা এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি বাইকে এক মহিলা ও শিশু সহ এক ব্যক্তি যাচ্ছিলেন সুন্দরপুরের দিকে। অপর দিক থেকে তিন যুবক আরোহী আরেকটি বাইক নিয়ে আসছিলেন।
সেই সময় দ্রুত গতির একটি ডাম্পার পাশ দিয়ে যাওয়ায় বাইক চালকেরা নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা খায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শিশুসহ এক বাইক আরোহীর।
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় অপর এক যুবকের। বাকিদের আশঙ্কাজনক অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বড়ঞা থানার পুলিশ। বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণে হলদিয়া-ফারাক্কা রাজ্য সড়কে ব্যাপক যানজট তৈরি হয়, যা নিয়ন্ত্রণে আনে পুলিশ। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এখনও পর্যন্ত মৃত ও আহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।