নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: শুক্রবার ৫,সেপ্টেম্বর :: রাজ্যের প্রতিটি বুথে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প । যেখানে পাড়ার সমস্যার কথা শুনে সমাধান করা হবে । প্রতি বুথে বরাদ্দ ১০ লক্ষ টাকা। মেমারি পৌরসভার ৮ নং ওয়ার্ডের ২২০ ও ২২১ নং বুথের আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প হয় ।
সেখানে পুরাতন পোষ্ট অফিস পাড়ার নদীর পাড়া এলাকার বাসিন্দারা দীর্ঘদিনের কাঁচা ড্রেন পাকা করার সমস্যার কথা জানাতে গিয়েছিলেন। কিন্ত এলাকাবাসীদের অভিযোগ তাদের কোনো কথাই শোনা হয়নি।
আর তাতেই ক্ষোভ উগরে দিয়েছেন এলাকার বাসিন্দারা। তারা জানান ১০০ থেকে ১৫০ ফুটের এই কাঁচা ড্রেনের জন্য বৃষ্টি হলেই ড্রেনের জল ঘরে ঢুকে যায়।
অস্বাস্থ্যকর পরিবেশের তৈরি হয়। তাদের দাবী ছিল ড্রেনটি পাকা করা হোক। ক্যাম্পে সমাধান সূত্র না মেলায় এই বিষয়ে তারা এসডিওকে অভিযোগ জানাবেন বলে জানান ।
এবিষয়ে মেমারি পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সোনালী বাগ বলেন বিষয়টি তিনি জানেন কিন্ত এই ড্রেনের সমস্যা মেমারি পৌরসভা করবে। পৌরবোর্ড মিটিং এই বিষয়ে আলোচনা হয়েছে। তাই ক্যাম্পে বিষয়টি শোনা হয়নি এলাকাবাসীদের বুঝিয়ে বলা হয়েছে।