৮৪ বছরের বৃদ্ধাকে খুন করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারী :: শুক্রবার ৫,সেপ্টেম্বর :: ৮৪ বছরের বৃদ্ধাকে খুন করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে । পূর্ব বর্ধমানের মেমারী থানার অন্তর্গত দেবীপুর অঞ্চলের গৌরীপুর গ্রামে শুক্রবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।মেমারি থানার পুলিশ মৃত দেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে,ঘটনাস্থলে উপস্থিত হয় পূর্ব বর্ধমান জেলা অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি। তদন্তের জন্য বর্তমানে বাড়ির চারপাশ ঘিরে দিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের কথা জানা যাচ্ছে ওই বৃদ্ধার নাম লক্ষী হেমরম বয়স ৮৪ বছর। এবং সে বাড়িতে একাই থাকতো। আজ সকালে বাড়ি থেকে আনুমানিক ১০০ মিটার দূরে তার মৃতদেহ একটি পানা পুকুরের থেকে উদ্ধার হয়। একাধিক আঘাতের ছিন্ন রয়েছে তার দেহে এমনটাই জানাচ্ছে প্রতিবেশীরা।

কি কারনে খুন এখনো বুঝে উঠতে পারছে না এলাকার মানুষ তবে মেমারি থানার পুলিশ অত্যন্ত তৎপরতার সাথে তদন্ত চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + one =