সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ফলতা :: শুক্রবার ৫,সেপ্টেম্বর :: ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনার ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে মহা সমারোহে পালিত হল শিক্ষক দিবস । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীরা ও শিক্ষক শিক্ষিকারা।
এছাড়া উপস্থিত ছিলেন ফলতা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শানু বক্সি সাহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ । এই দিন শিক্ষক দিবস উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় । সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে দুপুরের মিড ডে মিলে ছিল আরো বিশেষ চমক। ভাত, চিংড়ি মাছের মালাইকারি ও চিকেন কারি।
এর পাশাপাশি এদিন বিদ্যালয় এর পক্ষ থেকে ১৫৭ জন শিক্ষার্থীর জন্মদিন উদযাপন করা হয়। কার্যত কেক কেটে জন্মদিন পালন করা হয়। এই দিন স্কুলে ৪০৫ ছাত্রছাত্রীদের মধ্যাহ্ন ভোজন করানো হয়।
এ বিষয়ে ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক তিলক নস্কর জানান, শিক্ষক দিবসের বিশেষ দিনটিকে বিশেষ ভাবেই এদিন উদযাপন করা হয়।
শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করি আমরা। এই দিন এই স্কুলের ১৫৭ জন ছাত্রছাত্রীদের জন্মদিন পালন করা হয় এবং জন্মদিনের উপহার স্বরূপ চারা গাছ তুলে দেওয়া হয় স্কুলের তরফ থেকে।
এর পাশাপাশি এই স্কুলের ৪o৫ শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়। এই দিনটি নাচ গান আবৃত্তির মধ্যে দিয়ে শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের মধ্যে একটি মেলবন্ধন তৈরি হয়।