বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন – বৃহস্পতিবার রাতে তিনি মাইল্ড ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন এরপরই দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ৫,সেপ্টেম্বর :: বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে তিনি মাইল্ড ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এরপরই দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তৎপরতায় আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার উত্তাল হয়ে ওঠে বিধানসভা। সেখানে শাসক ও বিরোধী বিধায়কদের তর্জায় বেনজির সংঘাত তৈরি হয়। উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালও। এরপর রাতের দিকে অসুস্থ বোধ করেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সিটি স্ক্যানে মাইল্ড ব্রেন স্ট্রোক ধরা পড়ে।

হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিক পরীক্ষার পর তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর শারীরিক অবস্থার উপর ভিত্তি করে পরবর্তী চিকিৎসা ঠিক করবেন চিকিৎসকরা।

দলীয় সূত্রে জানা গিয়েছে, অগ্নিমিত্রা পাল বর্তমানে চিকিৎসকদের পরামর্শে রয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দিয়েছেন বিজেপি নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 3 =