জামালদহে নববধূর রহস্যমৃত্যু, তুমুল চাঞ্চল্য।ঘটনাটি ঘটেছে, কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের টিকাভিজা মোড় সংলগ্ন ১৬৫ নম্বর উছলপুকুরি গ্রামে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শুক্রবার ৫,সেপ্টেম্বর :: জামালদহে নববধূর রহস্যমৃত্যু, তুমুল চাঞ্চল্য।ঘটনাটি ঘটেছে, কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের টিকাভিজা মোড় সংলগ্ন ১৬৫ নম্বর উছলপুকুরি গ্রামে। শুক্রবার সকালে মিলল বছর ২৫-এর নববধূ লক্ষ্মী ডাকুয়ার দেহ।

ভোরে বাড়ির কাছের পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার হওয়ার পর থেকেই এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার আগের রাতে শ্বশুরবাড়িতে তুমুল অশান্তি হয়।স্বামী বিজয় বর্মন প্রায় এক মাস আগে কাজের খোঁজে ভিনরাজ্যে গিয়েছেন। ফলে ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না।

মৃতার শ্বশুরও বাড়িতে ছিলেন না। লক্ষ্মী সেদিন রাতে না খেয়েই ঘুমোতে যান। তার পরদিন সকালে মিলল তাঁর দেহ। এরই মধ্যে ঘরে সিঁধ কাটার ঘটনা রহস্য আরও বাড়িয়েছে। এলাকাবাসী বলছেন, সিঁধ কাটা কি কেবলই চুরি করার চেষ্টা, নাকি এর সঙ্গে এই মৃত্যুর যোগ রয়েছে—তা নিয়ে জল্পনা তীব্র।

মৃতার বাবা অভিযোগ করে বলেন,“ভাদ্র মাসে মেয়েটা আমার বাড়িতে থাকতে চেয়েছিল। ওরা থাকতে দেয়নি। এখন আমার মেয়ের নিথর দেহ পাওয়া গেল পুকুরে। নিশ্চয়ই কিছু একটা রহস্য আছে। আমি পুলিশের কাছে অভিযোগ করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + eight =