নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তেহট্ট :: শনিবার ৬,সেপ্টেম্বর :: দুপুর থেকে নিখোঁজ থাকার পর পুকুর থেকে তৃতীয় শ্রেণীর ছাত্রের মৃতদেহ উদ্ধার, প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগ, তুমুল উত্তেজনা তেহট্টের নিশ্চিন্তপুরে গনরোষে মৃত্যু হল ২ দুজনের ঘটনায় আহত আরো এক মহিলা।
ঘটনার সূত্রপাত, শুক্রবার দুপুরে মাঠে খেলতে বেরিয়ে আর বাড়ি ফেরেনি তেহট্টের নিশ্চিন্তপুরের তৃতীয় শ্রেণীর ছাত্র স্বর্ণাভ বিশ্বাস। সারাদিন ধরে খোঁজাখুঁজির পরও তাকে খুঁজে না পেয়ে তেহট্ট থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন।
মৃত শিশু তৃতীয় শ্রেণীর ছাত্র স্বর্ণাভ বিশ্বাস
শিশুর খোঁজ পেতে সোস্যাল মিডিয়ায় প্রচার চালানো হয়। শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে ত্রিপলে মোড়া শিশুর মৃতদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। এরপরই উত্তেজনা ছড়ায় গ্রামে। মৃতের পরিবারের অভিযোগ প্রতিবেশী উৎপল মণ্ডল ওই শিশুকে খুন করে দেহটি জলে ফেলে দিয়েছে।
উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে চড়াও হয়। তাকে ব্যাপক মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তেহট্ট থানার পুলিশ। তারা অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে আসে। গ্রামবাসী অভিযুক্তের বাড়ি ভাঙচুর করার পাশাপাশি বেধড়ক মারধর করে উৎপল মণ্ডল ও সোমা মন্ডল সহ তাদের এক পুত্রবধূকে। এখনো এলাকায় রয়েছে উত্তেজনা। বসানো হয়েছে পুলিশ পিকেট।