নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: শনিবার ৬,সেপ্টেম্বর ::শুক্রবার সন্ধ্যা নাগাদ বাংলা ভাষা ও বাংলা বিদ্বেষের বিরুদ্ধে তৃণমূলের মাথাভাঙ্গা ওয়ান বি ব্লকের পক্ষ থেকে কর্মীসভার আয়োজন হলো মাথাভাঙ্গা হাজরাহাট হরিশচন্দ্র হাই স্কুল মাঠে।এদিনের এই সভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা এছাড়াও মাথাভাঙ্গার বিভিন্ন এলাকার কর্মীরাও এদিনের সভায় উপস্থিত ছিলেন।
SIR এর বিরোধিতা করতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন বিজেপি SIR এর নামে নোংরামি করছে এছাড়াও তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় মহিলাদের পাশে আছে তাই তিনি রাজ্যের সকল মহিলাদের তৃণমূলের পাশে থাকার আহ্বান জানান।