গুজরাটের শক্তপীঠে ভয়াবহ দুঘর্টনা ঘটল রোপওয়ের যাত্রায় – মৃত ছয়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: শনিবার ৬,সেপ্টেম্বর :: গুজরাটের শক্তপীঠে ভয়াবহ দুঘর্টনা ঘটল রোপওয়ের যাত্রায়। শনিবার ঘটনাটি ঘটেছে গুজরাটের পাভাগড়ের বিখ্যাত শক্তিপীঠে । শনিবার দুপুরে যাত্রী বোঝাই একটি রোপওয়ে কেব্‌ল হঠাৎ ছিঁড়ে যায়। তাতে কেব্‌লকার নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়।

এদিন ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ এবং দমকলবাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। ইতিমধ্যেই এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

                                                              গুজরাট পাভাগড় দুর্ঘটনা – প্রতীকী  চিত্র 

প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনাটি ঘটে অতি দ্রুত, ফলে যাত্রীরা কোনরকমে আত্মরক্ষা করতে পারেননি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায়। গুরুতর আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্দিরটি প্রায় ৮০০ মিটার উচ্চতায় অবস্থিত। তাই পুণ্যার্থীদের এই মন্দির অবধি পৌঁছতে প্রায় ২০০০ সিঁড়ি বেয়ে উঠতে হয়। সেই সঙ্গে রোপওয়ের ব্যবস্থাও রয়েছে। তবে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শনিবার সকাল থেকেই জনসাধারণের ব্যবহারের জন্য রোপওয়েটি বন্ধ করে দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, পাভাগড় পাহাড়ের চূড়ায় একটি কালীমন্দিরে রয়েছে। প্রতি বছর এখানে প্রায় ২৫ লক্ষ দর্শনার্থী আসেন। মন্দিরটি প্রায় ৮০০ মিটার উচ্চতায় অবস্থিত। তাই পুণ্যার্থীদের এই মন্দির অবধি পৌঁছতে প্রায় ২০০০ সিঁড়ি বেয়ে উঠতে হয়। সেই সঙ্গে রোপওয়ের ব্যবস্থাও রয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কেব্‌ল কেন ছিঁড়ল তা জানতে বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি অথবা রক্ষণাবেক্ষণের ঘাটতির কারণে দুর্ঘটনা ঘটতে পারে।

এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসা খরচ বহনের আশ্বাস দিয়েছে গুজরাট সরকার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + one =