পরিবহন শ্রমিকদের সুরক্ষায় মাথাভাঙ্গায় বিশেষ নথিভুক্তকরণ শিবির

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: শনিবার ৬,সেপ্টেম্বর :: আজ মাথাভাঙ্গা নজরুল সদনে পরিবহন শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় নাম নথিভুক্তকরণ শিবির অনুষ্ঠিত হলো। পশ্চিমবঙ্গ শ্রম দপ্তরের উদ্যোগে এবং আইএনটিটিইউসির ব্যবস্থাপনায় এই শিবিরের আয়োজন করা হয়।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরিবহন শ্রমিকদের জন্য রাজ্য সরকার একাধিক সুবিধা চালু করেছে। তবে সেই সুবিধা গ্রহণ করতে হলে নাম নথিভুক্ত করাটা বাধ্যতামূলক। তাই শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষা ও আর্থিক নিশ্চয়তার স্বার্থেই এই ধরনের শিবির আয়োজন করা হচ্ছে।

প্রকল্পের অধীনে শ্রমিকরা অবসর গ্রহণের সময় প্রায় আড়াই লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবেন। পাশাপাশি থাকছে দুর্ঘটনা বীমা সুবিধা এবং অবসরের পর মাসিক প্রায় দেড় হাজার টাকা পেনশনের ব্যবস্থা। এই উদ্যোগে শ্রমিকরা শুধু বর্তমানেই নয়, ভবিষ্যতেও নিশ্চিন্ত জীবনযাপন করতে পারবেন বলে আশাবাদী আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =