আন্তর্জাতিক যোগ প্রতিযোগিতায় সোনার মুকুট পিয়ালী দাসের মাথায়। দারিদ্র্যকে হার মানিয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করল পূর্বস্থলীর কন্যা পিয়ালী দাস

নিজস্ব সংবাদদাতা ::  সংবাদ প্রবাহ :: পূর্বস্থলী :: রবিবার ৭,সেপ্টেম্বর :: আন্তর্জাতিক যোগ প্রতিযোগিতায় সোনার মুকুট পিয়ালী দাসের মাথায়। দারিদ্র্যকে হার মানিয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করল পূর্বস্থলীর কন্যা পিয়ালী দাস। মাত্র ৮ বছর বয়সে যোগ প্রতিযোগিতায় একের পর এক সাফল্য কুড়িয়ে আনে সে।

গত ৭ জুলাই দার্জিলিঙে অনুষ্ঠিত জাতীয় যোগ প্রতিযোগিতায় সাব-জুনিয়র (বয়স ৮–৯) বিভাগে প্রথম হয়ে সোনার পদক জেতে পিয়ালী। সেই কৃতিত্বের জোরেই সুযোগ মেলে আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণের।মালয়েশিয়ার কুয়ালালামপুরে ২–৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় এশিয়া যোগা প্রতিযোগিতা। ভিয়েতনাম, বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সিঙ্গাপুরসহ নয়টি দেশের প্রতিযোগীদের পিছনে ফেলে সোনা জিতে নেয় পিয়ালী।

পিয়ালীর বাড়ি কালনা মহকুমার পূর্বস্থলীর সরডাঙ্গা গ্রামে, যেখানে একসময় জন্মগ্রহণ করেছিলেন ঔষধ আবিষ্কারক উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। পিয়ালীর বাবা-মা দুজনেই শ্রমজীবী মানুষ। অভাবের সংসারে মালয়েশিয়ায় যাওয়ার ব্যয় বহন করা প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। বিভিন্ন সংবাদমাধ্যমে খবর হওয়ার পর বহু মানুষ আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন।

স্থানীয় বিধায়ক তপন চট্টোপাধ্যায়, পূর্বস্থলী থানার আইসি-সহ অনেকের সাহায্যে শেষ পর্যন্ত কুয়ালালামপুর পৌঁছতে সক্ষম হন পিয়ালী ও তার বাবা সুমন্ত দাস।মালয়েশিয়া থেকে সোনার পদক জিতে দেশে ফেরার পর শনিবার পূর্বস্থলী স্টেশনে তাকে বরণ করে নেন এলাকার মানুষ। ছোট্ট বয়সে পিয়ালীর এই অসাধারণ কৃতিত্ব শুধু পরিবারের নয়, গোটা রাজ্যেরই গর্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 7 =