পশ্চিম বর্ধমান আসানসোল ডিশরগড় দামোদর নদে স্নান করতে গিয়ে তলিয়ে গেলো দুই বালক, ঘটনা স্থলে উদ্ধারকারী দল

নিজস্ব সংবাদদাতা ::  সংবাদ প্রবাহ :: আসানসোল :: রবিবার ৭,সেপ্টেম্বর :: আসানসোল কুলটি ডিসেরগড় মাজারে ৭ বন্ধু বেড়াতে গিয়ে দামোদার নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই বালক।আসানসোল থেকে ডিসেরগড় মাজারে যায় ঘুরতে। তার পরে নদীতে স্নান করতে  নামে , নদীতে জল পরিমাণ বেশি থাকার ফলেই এই ঘটনা,ঘটনা স্থলে এসে পৌঁছায় পুলিশ, তলিয়ে যাওয়া দুজন বালকের খোঁজ চলছে দামোদর নদীতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =