“ আধুনিকতার ভিড়ে হারাচ্ছে বীরভূমের ভাদুগান”

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রাজনগর :: রবিবার ৭,সেপ্টেম্বর :: বাংলার মাটিতে শতাব্দীর পর শতাব্দী ধরে বেঁচে থাকা এক অনন্য লোকসংস্কৃতি আজ বিলুপ্তির পথে। সেই লোকসংস্কৃতির নাম ভাদুগান। এক সময় গ্রাম বাংলার আঙিনায়, আকাশ ভরা শ্রাবণ-ভাদ্রের সন্ধ্যায়, দল বেঁধে গাইত এই ভাদুগান।

মাঠের ধারে, উঠোনে কিংবা জলকাদায় ভিজে থাকা দিনগুলিতে ভেসে আসত সেই মাটির গান, যেখানে প্রতিফলিত হত সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা আর ভরসার গল্প।

কালের স্রোতে আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে এই ভাদুগান। টেলিভিশন, মোবাইল আর ডিজিটাল বিনোদনের যুগে তরুণ প্রজন্মের কাছে এই গান প্রায় অচেনা হয়ে উঠেছে। কিন্তু আশার কথা হলো, বাংলার কিছু গ্রামীণ মানুষ আজও তাঁদের হৃদয়ে এই প্রাচীন ঐতিহ্যকে আঁকড়ে ধরে রেখেছেন।

সামাজিক অনুষ্ঠান, বিশেষত ভাদ্র মাসে আজও কিছু গ্রামের মানুষেরা দল বেঁধে ভাদুগান গেয়ে চলেছেন, শুধু গান নয় — তাঁরা বাঁচিয়ে রেখেছেন আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 3 =