নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে নিহত হলেন শীর্ষ নকশাল নেতা ঝাড়খণ্ডে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে মৃত্যু হল  । নিহতের নাম অমিত হাঁসদা ওরফে আপ্তান

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রাঁচী :: রবিবার ৭,সেপ্টেম্বর :: ঝাড়খণ্ডের জঙ্গল এলাকায় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে নিহত হলেন শীর্ষ নকশাল নেতা ঝাড়খণ্ডে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে মৃত্যু হল  । নিহতের নাম অমিত হাঁসদা ওরফে আপ্তান। তাঁর মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা। রবিবার ভোরে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার সারান্দা বনে ঘটনাটি ঘটেছে।শনিবার ভোরবেলা পুলিশ ও সিআরপিএফ যৌথ বাহিনী অভিযানে নামে। দীর্ঘ সময় ধরে চলা গুলির লড়াইয়ে শেষপর্যন্ত ওই নকশাল নেতা নিহত হন। নিহত নেতার বিরুদ্ধে বহু হত্যা, লুটপাট ও বিস্ফোরণের অভিযোগ ছিল।

পুলিশ জানিয়েছে, তাঁর মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা, যা সরকারের পক্ষ থেকে ঘোষিত ছিল। বহুদিন ধরে তিনি পুলিশের ‘ওয়ান্টেড’ তালিকায় ছিলেন।

অভিযানের পর ঘটনাস্থল থেকে আধুনিক অস্ত্রশস্ত্র, বুলেটপ্রুফ জ্যাকেট ও প্রচুর পরিমাণ নকশালপন্থী নথি উদ্ধার হয়েছে। পুলিশ মনে করছে, তাঁর মৃত্যুতে নকশাল নেটওয়ার্ক বড় ধাক্কা খেল।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, এলাকায় শান্তি ফিরিয়ে আনতে এ অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। গ্রামবাসীদের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =