নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: সোমবার ৮,সেপ্টেম্বর :: জম্মু-কাশ্মীরের কুলগামে আজ ভোরে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে ভয়াবহ এনকাউন্টার হয়। উপত্যকায় জঙ্গি দমনে লাগাতার অভিযান চলছে।
গুদ্দার বনাঞ্চলে জঙ্গিরা লুকিয়ে আছে, এদিন গোয়েন্দা সূত্রে এমন খবর পাওয়ার পর সেখানে অভিযান চালায় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফের যৌথবাহিনী। জওয়ানদের দেখে গুলি ছুড়তে থাকে জঙ্গিরা।
প্রতীকী চিত্র
পালটা জবাব দেয় বাহিনীও।দীর্ঘক্ষণ গুলি বিনিময়ের পর নিরাপত্তা বাহিনীর গুলিতে এক জঙ্গি নিহত হয়। তবে অভিযানে তিনজন জওয়ান আহত হয়েছেন বলে জানা গেছে।
অভিযুক্ত জঙ্গির পরিচয় এখনও নিশ্চিত হয়নি। গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা ও পুলিশ। স্থানীয় সূত্রে খবর, এলাকায় এখনও কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকতে পারে। নিরাপত্তার স্বার্থে ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আহত জওয়ানদের নিকটবর্তী সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের অবস্থা আপাতত স্থিতিশীল।