নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ড হারবার :: সোমবার ৮,সেপ্টেম্বর :: সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আজ স্কুল সার্ভিসের পরীক্ষা হতে চলেছে। ইতিমধ্যে বহু পরীক্ষার্থী এসে গেছেন সেন্টারের কাছাকাছি। কেউবা তাদের রোল দেখছেন কেউবা দেখেছেন বইয়ের পাতা ।
ইতিমধ্যে প্রথম পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থী শুধু নয়, মা হিসেবে এসেছেন কোলে তিনদিনের সন্তানকে নিয়ে। কেউবা এসেছেন মাসের সন্তানকে নিয়ে। জীবনের লড়াইটা যে কঠিন আগামী দিনের পথ চলার ইতিহাসটাও যে কঠিন হবে সেটা বোঝা যাচ্ছে তাদের কে জীবন যুদ্ধে এই পরীক্ষার বসাটাকে।
ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রমে পড়েছে কয়েকশো পরীক্ষার্থীর সিট। এর মধ্যে আছে নবাগত কেউ আছেন প্রাক্তন শিক্ষক।