তেহট্টে শিশু মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার চারজন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তেহট্ট :: সোমবার ৮,সেপ্টেম্বর :: তেহট্টে শিশু মৃত্যুর ঘটনায় অবশেষে গ্রেপ্তার হল চারজন। ধৃত চারজনের নাম ছোট্টু মন্ডল, সুপ্রিয় ভৌমিক কার্তিক মন্ডল এবং সুচিত্রা মন্ডল। শিশু মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ তুলে মোট ৭ জনের নামে তেহট্ট থানায় অভিযোগ দায়ের করেছিল মৃত শিশুর পরিবার।পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ শনিবার রাতে চারজনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনার সাথে তাদের যোগ সাজোশ রয়েছে বলে পুলিশ তার প্রমাণ পেয়েছে। ইতিমধ্যেই আজ তেহট্ট মহকুমা আদালতে ধৃতদের তুলে ১৪দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর।

যে সাতজনের নামে অভিযোগ দায়ের হয়েছে তাদের মধ্যে উৎপল মণ্ডল এবং সোমা মন্ডল নামে দুজনের মৃত্যু হয়েছে গণপ্রহারে এবং একজন মহিলা শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ উত্তম ঘোষ জানান, শনিবার ঘটনার পর মোট সাত জনের নামে অভিযোগ দায়ের করেছে তার পরিবার।

সেই মতো চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুজনের মৃত্যু এবং একজন হাসপাতালে ভর্তি।ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে পুননির্মাণ করানোর চিন্তা ভাবনা রয়েছে পুলিশের। একই সাথে এই ঘটনার সাথে আরো কারা কারা জড়িত এবং কি জন্য এই খুন তার প্রকৃত কারণ তাদের কাছ থেকে জানার চেষ্টা করবে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − thirteen =