খোকা ইলিশকে কেন্দ্র করে সমস্যা ও গন্ডগোল , তদন্তে পুলিশ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: সোমবার ৮,সেপ্টেম্বর :: খোকা ইলিশ মাছকে কেন্দ্র করে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে ডায়মন্ডহারবারে নগেন্দ্র বাজার মৎস্য বাজার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নগেন্দ্র বাজার মৎস্য বাজার থেকে বিষ্ণুপুর থানার অন্তর্গত নেপালগঞ্জ এলাকার এক ব্যবসায়ী বেশ কয়েক কেজি, ইলিশ মাছ কিনে নিয়ে যাওয়ার সময় রাস্তায় নাকা চেকিং করার সময় মগরাহাট থানার পুলিশ ইলিশ ভর্তি ওই গাড়িটিকে আটকায়।

কর্মরত পুলিশকর্মীরা গাড়িটিকে চেক করলে দেখতে পায় গাড়ির মধ্যে রয়েছে খোকায় ইলিশ। খোকা ইলিশ বলতে যে ইলিশ মাছ গুলির ওজন ৩০০ গ্রামের কম।

ওই ব্যবসায়ী যে ইলিশ নগেন্দ্র বাজার মাছ বাজার থেকে ক্রয় করে বিক্রি করার জন্য নেপালগঞ্জে নিয়ে যাচ্ছিল সেই ইলিশের ওজন ২৫০ গ্রাম। তৎক্ষণাৎ মগরাহাট থানার পুলিশ মৎস্য দপ্তরকে এই বিষয়টি জানায় । মৎস্য দপ্তরের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছান এবং ইলিশ ভর্তি ওই গাড়িটিকে আটক করেন ।

মৎস্য দপ্তর সূত্রে খবর ওই গাড়িটির মধ্যে ২৪০ কেজি খোকা ইলিশ ছিল। মৎস্য দপ্তরের কর্মীরা, ইলিশ ভর্তি ওই গাড়িটিকে মগরাহাট থানা থেকে ডায়মন্ডহারবার নগেন্দ্র বাজার মৎস্য আড়ৎতে নিলাম করার জন্য নিয়ে আসে। এরপর শুরু হয় সমস্যা।

নগেন্দ্র বাজারে হাজির হন ওই মৎস্য ব্যবসায়ী এবং ওই ব্যবসায়িক কর্মীরা। ইলিশ ভর্তি ওই গাড়িটিকে আটকে বিক্ষোভ দেখায় ওই ব্যবসায়ী । এরপর মুহুর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে পৌঁছায় ডায়মন্ডহারবার থানার পুলিশ।

এ বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার বিশপ সরকার বলেন, এক মৎস্য ব্যবসায়ী নগেন্দ্র বাজার মৎস্য বাজার থেকে খোকা ইলিশ ক্রয় করে বিক্রি করার জন্য বিষ্ণুপুরে নিয়ে আসছিল।

সেই সময় মগরাহাট থানার পুলিশ নাকা চেকিং এর সময় ওই গাড়িটিকে আটকায় এবং গাড়িতে চেকিং করার সময় মগরাহাট থানার পুলিশ দেখতে পায় ওই গাড়িটির মধ্যে রয়েছে বিপুল পরিমাণের খোকা ইলিশ।

এরপর গাড়িটিকে আটক করে নিয়ে আসা হয় মগরাহাট থানাতে। খবর দেওয়া হয় মৎস্য দপ্তরকে ঘটনাস্থলে মৎস্য দপ্তরের আধিকারিকেরা ইলিশ ভর্তি গাড়িটিকে বাজেয়াপ্ত করে এবং নিলাম করার জন্য নগেন্দ্র বাজার মাছ বাজারে নিয়ে যান। এরপরে ওই মৎস্য ব্যবসায়ী এবং তার শ্রমিকেরা গন্ডগোল সৃষ্টি করে । পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =