নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খেজুরি :: সোমবার ৮,সেপ্টেম্বর :: অবৈধ বালি খাদান কাণ্ডে এবার পূর্ব মেদিনীপুরের খেজুরিতে অভিযান চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । সোমবার সকালে খেজুরি ২ ব্লকের জরানগরে ইডির আধিকারিকরা হানা দিলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লরি ব্যবসায়ী দিলীপ প্রধানের বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি চালান। দিলীপ বিভিন্ন খাদান থেকে লরি মারফত বালি তোলার সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ। তদন্তে উঠে এসেছে, এই বালি উত্তোলন অবৈধভাবে চলছিল। সেই কারণেই ইডি এই তল্লাশি শুরু করেছে।
এদিন ভোর ৬টা থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় একযোগে অভিযান শুরু করে ইডি। কলকাতা, ঝাড়গ্রাম, নদীয়া, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর সহ অন্তত ২২টি স্থানে হানা দেওয়া হয়েছে। খেজুরির ঘটনায় ইডির তিনজন আধিকারিক দুটি গাড়ি নিয়ে এসে দিলীপ প্রধানকে জিজ্ঞাসাবাদ করেন। ইডির এই অভিযানের জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।