BREAKING NEWS :: ছাত্র-যুব বিক্ষোভে উত্তাল পরিস্থিতি – ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঠমান্ডু :: মঙ্গলবার ৯,সেপ্টেম্বর :: নেপালের রাষ্ট্রপতির সরকারি বাসভবনে সোমবার রাতে বিক্ষোভকারীরা অগ্নিসংযোগ করেছে। জানা গেছে, ছাত্র ও যুব সংগঠনের একদল কর্মী প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে এই বিক্ষোভে অংশ নেয়।

যুবসমাজের বিক্ষোভের জেরে অশান্ত নেপাল । এবার প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ইস্তফার দাবিতে সরব নেপালের জনতা। এনিয়ে মঙ্গলবার থেকে ফের নতুন করে বিক্ষোভ ছডিয়েছে দেশের বেশ কয়েকটি অংশে। দেশের নেতা-মন্ত্রীদের বাসভবন লক্ষ্য করে হামলা চালাচ্ছে ক্ষুব্ধ জনতা।নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌদিয়ালের বাসভবনেও ধরিয়ে দেওয়া হয়েছে আগুন। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ওরফে প্রচণ্ডের বাড়িতেও ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারীরা। চাপের মুখে পড়ে পদত্যাগ করেছেন একাধিক মন্ত্রী।

প্রত্যক্ষদর্শীদের মতে, প্রথমে তারা রাষ্ট্রপতির বাড়ির বাইরে বিক্ষোভ শুরু করে। পরে হঠাৎই কিছু বিক্ষোভকারী ভেতরে ঢুকে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন বাসভবনের একাংশে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলকর্মীদের সঙ্গে সেনা ও পুলিশও উদ্ধারকাজে অংশ নেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

রাষ্ট্রপতি রামচন্দ্র পৌদিয়াল এবং তার পরিবার অক্ষত আছেন। তবে বাসভবনের একটি ঐতিহাসিক অংশ ও মূল্যবান আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত প্রাণহানির খবর মেলেনি।

বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, বর্তমান সরকার দুর্নীতি ও অদক্ষতায় জর্জরিত। তারা দ্রুত প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে রাস্তায় নামে। এ ঘটনায় কাঠমান্ডুতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

পুলিশ একাধিক বিক্ষোভকারীকে আটক করেছে। সরকার জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে শোনা যাচ্ছে, ক্রমশ পরিস্থিতির অবনতির জেরে দেশ ছেড়ে পালাতে পারেন ওলি। দেশ ছাড়ার জন্য ত্রিভুবন বিমানবন্দর ব্যবহার করতে পারেন তিনি। ইতিমধ্যে বিমানবন্দরে সেনাবাহিনীর বেশ কয়েকটি হেলিকপ্টার ওলি এবং নেপালের অন্য মন্ত্রীদের নিরাপদে সরানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গিয়েছে। মোতায়েন করা হয়েছে সেনা।

হঠাৎ এক অঘটনে সোমবার দুপুর থেকে নেপালের একমাত্র আন্তর্জাতিক প্রবেশদ্বার ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রানওয়েতে প্রযুক্তিগত সমস্যার কারণে এক বিমানের অবতরণে বিপত্তি ঘটে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে সমস্ত ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেওয়া হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − nineteen =