নিয়ামতপুরের জাভেদ বারিক হত্যা কাণ্ডে পুলিশের সাফল্যকে তুলে ধরে ফাঁড়ির আধিকারীকে সম্বর্ধনা নিয়ামতপুর এলাকাবাসীর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল   :: মঙ্গলবার ৯,সেপ্টেম্বর ::  গত ২৯তারিখ রাত্রে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত নিয়ামতপুরের রহমান পাড়ায় এক শুট আউটের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
একেবারে জিটি রোডের পাশে শুটআউটের ঘটনায় পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেন নিয়ামতপুরের একাংশ। ঘটনায় পথ অবরোধ পর্যন্ত করা হয় কিন্তু পুলিশ আশ্বাস দেয় দেয় দোষীদের গ্রেপ্তার করা হবে খুব শীঘ্রই। নিয়ামতপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত অধিকারীক অখিল মুখার্জি আশ্বাসে বিশ্বাস করে নিয়ামতপুরের বাসিন্দাগণ।
এরপর শুরু হয় পুলিশের একশন ঘটনার ২৪ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয় একজনকে এরপর ঘটনার তিনদিন পর গত ২তারিখে এই ঘটনার মূল অভিযুক্ত বা মাস্টার মাইন্ড ফারাহ নাজ সহ দুইজনকে গ্রেপ্তার করা হয় জলপাইগুড়ি থেকে।
গতকাল  আরওএই ঘটনায় সুপারি কিলার গ্যাং এর ৪ সদস্যকে গ্রেপ্তার করে আসানসোল থেকে অর্থাৎ কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশের ধারাবাহিক ভাবে দোষীদের গ্রেপ্তার করে ।
জাভেদ বারিক হত্যা কাণ্ডে পুলিশের সাফল্যতা দেখে গতকাল রাত ৯:৩০টায় নিয়ামতপুরে রহমান পাড়া সহ একাধিক পাড়ার বাসিন্দাগনের এক প্রতিনিধি দল নিয়ামতপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত অধিকারীক অখিল মুখার্জিকে ফুলের বুকে দিয়ে সম্বর্ধনা জানান জাভেদ বারিক হত্যা কান্ড সহ ৫ হত্যা কাণ্ডে পুলিশের সাফল্যতা তুলে ধরে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =