সেনা কপ্টারে অজানা গন্তব্যে ওলি – দেশ ছেড়ে কি দুবাইয়ের পথে?

আনন্দ মুখোপাধ্যায়  :: সংবাদ প্রবাহ :: কাঠমান্ডু :: মঙ্গলবার ৯,সেপ্টেম্বর :: রাজনৈতিক অস্থিরতার আবহে রহস্য আরও গভীর হলো নেপালে। সোমবার সকালেই সাবেক প্রধানমন্ত্রী ও নেপাল কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা কে.পি. শর্মা ওলিকে সেনাবাহিনীর বিশেষ কপ্টারে অজানা গন্তব্যে নিয়ে যাওয়া হয়েছে।

তবে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে সরকার বা সেনার পক্ষ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। আমরা আগেই(সংবাদ প্রবাহ) জানিয়েছিলাম ওলি হয়ত চিকিত্সার কথা সামনে এনে  দুবাই চলে যেতে পারেন |

সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, “নিরাপত্তাজনিত কারণেই এই পদক্ষেপ।” কিন্তু রাজনৈতিক মহলে চলছে তীব্র জল্পনা—প্রবল জন বিক্ষোভের মুখে ওলি কি দেশ ছেড়ে চলে যাচ্ছেন?

বিভিন্ন মহলের ধারণা, প্রথমে তাঁকে সীমান্তবর্তী নিরাপদ এলাকায় নিয়ে যাওয়া হবে এবং পরবর্তীতে দুবাই অথবা অন্য কোনো বিদেশি শহরে পাঠানো হতে পারে।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই কাঠমান্ডুসহ একাধিক শহরে সরকার বিরোধী বিক্ষোভ ব্যাপক আকার নিয়েছে। সংসদে অগ্নিসংযোগ, সরকারি দপ্তরে হামলা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই প্রেক্ষিতেই ওলিকে সরিয়ে নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ওলির ঘনিষ্ঠ মহল এখনও পর্যন্ত নীরব। তাঁর রাজনৈতিক দলও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। সরকারী মুখপাত্র জানিয়েছেন, “এ মুহূর্তে তাঁর অবস্থান জানানো সম্ভব নয়। জাতীয় নিরাপত্তার স্বার্থে বিস্তারিত তথ্য প্রকাশ করা যাচ্ছে না।”

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, যদি সত্যিই ওলি নেপাল ছাড়েন, তবে তা দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে বড়সড় ধাক্কা হয়ে দাঁড়াবে। একই সঙ্গে আন্দোলনকারীদের দাবি আরও জোরদার হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + fourteen =