নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: মঙ্গলবার ৯,সেপ্টেম্বর :: ভারতের ১৫তম উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হলেন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) প্রার্থী ও বর্তমান মহারাষ্ট্রের রাজ্যপাল সি. পি. রাধাকৃষ্ণন। সোমবার অনুষ্ঠিত ভোটগ্রহণে তিনি বিরোধী জোট ‘ইন্ডিয়া ব্লক’ প্রার্থী বি. সুদর্শন রেড্ডি–কে পরাজিত করেন।নির্বাচনে মোট ৭৬৭ ভোটের মধ্যে বৈধ ভোট পড়ে ৭৫২টি। রাধাকৃষ্ণন পান ৪৫২ ভোট, অপরদিকে রেড্ডি পান ৩০০ ভোট। ১৫২ ভোটের ব্যবধানে জয়ী হয়ে রাধাকৃষ্ণন দেশের নতুন উপ-রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন। উল্লেখযোগ্যভাবে, এটি গত দুই দশকে উপ-রাষ্ট্রপতি নির্বাচনে সবচেয়ে কম ব্যবধানের জয়।
পদত্যাগী উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় জুলাই মাসে স্বাস্থ্যজনিত কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর এ পদটি শূন্য হয়। সেই প্রেক্ষিতেই এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নতুন উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে অভিনন্দন জানিয়ে বলেন, “দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করার মনোভাব তাঁকে এই পদে আরও যোগ্য করে তুলেছে।” প্রাক্তন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও শুভেচ্ছা জানিয়ে রাধাকৃষ্ণনের উন্নতিকে সংসদীয় আস্থার প্রতিফলন হিসেবে বর্ণনা করেছেন।
তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে রাজনীতিতে উঠে আসা রাধাকৃষ্ণন দুইবার লোকসভা সদস্য ছিলেন এবং বিজেপির রাজ্য সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি ঝাড়খন্ড ও মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবেও দায়িত্ব সামলান।
রাজনৈতিক মহলের মতে, তাঁর শান্ত স্বভাব, প্রশাসনিক অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের সাংগঠনিক কাজ তাঁকে সংসদের উচ্চকক্ষে নিরপেক্ষ ভূমিকা পালনে সহায়ক হবে।