নিজস্ব সংবাদদাত :: সংবাদ প্রবাহ :: পূর্বস্থলী :: বুধবার ১০,সেপ্টেম্বর :: প্রতিদিনের মতো সকালে ফুল তুলতে বেরিয়ে বাড়ির সামনের রাস্তা পরিষ্কার করে বাড়ি ঢুকে সারেন পূজা।বুধবার ভোরে ঘর থেকে বেরিয়েছিলেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত নশরতপুরের পঞ্চায়েতের মাধব সাহার গলি এলাকায় বিমল চন্দ্র সাহা।এরপরই সকালে ওই ব্যক্তির রহস্যজনক রক্তাক্ত দেহ উদ্ধার। স্বাভাবিক মৃত্যু নয় তাকে খুন করা হয়েছে দাবি পরিবারের। জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম বিমল কৃষ্ণ সাহা। তার বাড়ি স্থানীয় এলাকাতেই।
জানা গিয়েছে বুধবার ভোরে বাড়ি থেকে বেরিয়ে ফুল তুলে, প্রতিদিনই বাড়ির সামনের চলাচলের একটি রাস্তায় পড়ে থাকা জঞ্জাল পরিষ্কার করেন তিনি।
আর পাঁচটা দিনের মতন আজও তিনি বাড়ি থেকে ভোরবেলায় বেরিয়ে ছিলেন। প্রতিবেশীরা তার স্ত্রীকে সকালে খবর দেয় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে বিমল বাবু। মাথার পিছনে আঘাতের চিহ্ন। পরনে থাকা গামছাও খোলা। মৃত ওই ব্যক্তির স্ত্রীর দাবি বিষয়টি স্বাভাবিক নয়, সঠিক তদন্ত হোক।
মৃতের পুত্রবধূ তিনি বলেন আমরা বারণ করতাম বাড়ির সামনের ময়লা পরিষ্কার করতে উনি শুনতেন না। এরপরে এই ঘটনা। মৃতর পরিবারের লোকেদের দাবি ঘটনাটি খুন।ঘটনাস্থলে উপস্থিত হয় নাদনঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। হাজির হয় নাদনঘাট থানার আইসিও।
তবে কিভাবে ওই ব্যক্তির মৃত্যু, পড়ে গিয়েই আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যু হয়েছে, নাকি তাকে কেউ মেরে ফেলে দিয়েছে কিনা! সমস্ত কিছুরই তদন্ত শুরু করেছে নাদনঘাট থানার পুলিশ।