২০২৬-এ এশিয়ান গেমস চ্যাম্পিয়নশিপ জাপানে জীবন যুদ্ধে জয়ী হওয়ার সংকল্প কলেজ ছাত্রীর

নিজস্ব সংবাদদাত :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বুধবার ১০,সেপ্টেম্বর :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার বাদুড়িয়া ব্লকের শায়েস্তানগর এক নম্বর গ্রাম পঞ্চায়েত কুশুডাঙ্গা গ্রামের চাষি পরিবারের মেয়ে বছর কুড়ির ববিতা খাতুন। হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয় তৃতীয় বর্ষের ছাত্রী।

বাবা আবেদ আলী সরদার পেশায় কৃষক মা আনোয়ারা বিবি দুস্থ দরিদ্র পরিবারের বাবা-মা স্বপ্ন দেখছেন ববিতা বড় হয়ে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে। বাবা বলেন ছোটবেলা থেকে ফুটবল খেলতম।অর্থের অভাবে বেশিদূর যেতে পারিনি। তাই কোন রকম ভাবে নুন আনতে পান্তা ফোরানো সংসারে মেয়েকে নিয়ে স্বপ্ন দেখতেন।

আট বছর থেকে ববিতার খেলার প্রতি আগ্রহ করে প্রথম জীবনে অ্যাথলেটিক ছিল সাব ডিভিশন জেলা হয়ে যোগ্যতা অর্জন করেছে সময় যত গেছে তার স্বপ্ন ছিল ক্যারাটে শেখায় ইতিমধ্যে ব্ল্যাকবেল্ট পেয়েছে ।

রাজ্য ছাড়িয়ে বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রতিযোগিতায় সে নজর কাড়ছে বাংলার মুখ উজ্জ্বল করেছে। এবার ২০২৬ এর জাপানের আইচি প্রিফেকচার অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস।

তার জন্য ২০২৫ এর পাঞ্জাবের হরিয়ানা ২৭ ও ২৮ শে আগস্ট ববিতা ৫০ কেজি বিভাগে প্রথম হয়েছে এবং  এশিয়ান গেমসের যোগ্যতা নির্ণয় ডাক পেয়েছে॥

সেটা ডিসেম্বর মাসে হওয়ার কথা এই খবর আসতেই গর্বিত হয়েছে ববিতার সীমান্ত বর্তী গ্রাম কুশুডাঙ্গা গ্রামের মানুষ তাই তাকে নিয়ে স্বপ্ন দেখছে ববিতা দেশের হয়ে ক্যারাটে পদক এনে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 20 =