নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বুধবার ১০,সেপ্টেম্বর :: বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের বাঁকড়া এলাকার ঘটনা। গতকাল রাত্রে সুন্দরবনের এক মৎস্যজীবী সুকুমার মন্ডল মাছ ধরার জন্য জল করে অটল পেতেছিল
আজ সকালে সেই আটোল তুলতে গিয়ে চক্ষু চড়ক গাছ।তিনি দেখেন ওই আঁটলের মধ্যে একটি বিষধর সাপ ছটফট করছে।
সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে এসে গ্রামবাসীদের খবর দেয়। গ্রামবাসীরা জড়ো হয়ে আটলটি ডাঙ্গায় তুলে আনে তারপর দেখা যায় সাত ফুটেরও অধিক লম্বা একটি শামুক ভাঙ্গা বিষধর কেউটে সাপ। তারপর খবর দেওয়া হয় বনদপ্তরকে ঘটনাস্থলে বনদপ্তরের কর্মীরা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়।
সূত্রে জানা যায় ওই সাপটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হওয়ার পর তাকে আবার সুন্দরবনের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। সুন্দরবন বিশেষজ্ঞরা জানান বিভিন্ন সাইক্লোন সুন্দরবনের উপরে আঘাত এনেছে। যার কারণে জঙ্গলের ভিতরে নদীর নোনা জল ঢুকে গিয়েছে। একদিকে নষ্ট হয়েছে প্রাণীদের বাসস্থান অন্যদিকে নষ্ট হয়েছে খাবার।