নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাটমান্ডু :: বৃহস্পতিবার ১১,সেপ্টেম্বর :: কাঠমান্ডু: নেপালের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে কাঠমান্ডুর নির্দল মেয়র বলেন্দ্র শাহ জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে সুশীলা কার্কিই উপযুক্ত ব্যক্তি হতে পারেন।
সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি :: চিত্র সৌজন্য ইন্টারনেট
তিনি মনে করেন, বর্তমান পরিস্থিতিতে দেশের রাজনৈতিক স্থিতি ফিরিয়ে আনতে অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্বের প্রয়োজন, আর সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি সেই দায়িত্ব সামলাতে সক্ষম হবেন।
রাজনৈতিক মহলে এই প্রস্তাব নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। অনেক বিশ্লেষকের মতে, একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য মুখ অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আসলে জনগণের আস্থা ফিরে আসতে পারে। তবে দলীয় রাজনীতির ভেতরে কারা এই প্রস্তাবে সমর্থন দেবে তা নিয়ে এখনই অনিশ্চয়তা তৈরি হয়েছে।