নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: বৃহস্পতিবার ১১,সেপ্টেম্বর :: বীরভূমের শান্তিনিকেতন থানার অন্তর্গত মহিষঢাল গ্রামে নাবালক গ্রেপ্তারকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয় ।
স্থানীয় দুই নাবালক—নয়ন হাঁসদা ও রঞ্জন মুর্মু—পার্শ্ববর্তী কোপাই নদী থেকে মাত্র দুই বস্তা বালি তুলতে গিয়েছিল। কিন্তু এরপরই হঠাৎ করেই শান্তিনিকেতন থানার পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। মহিষঢাল গ্রামের কাছে বোলপুর থেকে রামপুরহাট যাওয়ার ব্যস্ত সড়কে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন অবরোধে সামিল হন। ফলে সকাল থেকে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে যায়।
গ্রামবাসীদের অভিযোগ, বর্ষাকালে সাধারণ মানুষকে নদী থেকে সামান্য বালি তুলতেও দেওয়া হয়না। অথচ প্রতিদিন ভোর রাত থেকে চলতে থাকে অবৈধভাবে ট্রাক ও ট্র্যাক্টরে বালি পাচার। এই পুরো প্রক্রিয়া হচ্ছে স্থানীয় থানার মদতেই। ফলে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে অথচ বড়সড় পাচারকারীরা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে।
অবরোধকারীরা সাফ জানান—যতক্ষণ না আটক হওয়া দুই নাবালককে নিঃশর্ত মুক্তি দেওয়া হচ্ছে, ততক্ষণ অবরোধ চলবে। তাদের দাবি, প্রশাসনকে অবশ্যই এই অবৈধ বালি পাচার বন্ধ করতে হবে এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
এদিনের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ালেও আদিবাসী সম্প্রদায়ের অবস্থান স্পষ্ট—তাদের সন্তানেরা অন্যায়ভাবে জেলে যেতে পারে না। তাই এই আন্দোলন যতদিন না ন্যায়বিচার মিলছে, ততদিন অব্যাহত থাকবে।