নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রামপুরহাট :: বৃহস্পতিবার ১১,সেপ্টেম্বর :: পুজোর আগেই মাথায় হাত রামপুরহাটের ফুটপাত ব্যবসায়ীদের। রামপুরহাট পাঁচমাথা এলাকায় প্রশাসনের উদ্যোগে শুরু হয় ফুটপাত উচ্ছেদ অভিযান। পেলডার ও বুলডোজার নিয়ে হাজির হয় প্রশাসনের কর্মীরা। হঠাৎ করেই দোকানপাট উচ্ছেদের আশঙ্কায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় ফুটপাত ব্যবসায়ীরা।দোকান ভেঙে যাওয়ার আতঙ্কে ব্যবসায়ীরা তুমুল বিক্ষোভে সামিল হন। প্রায় ৩০ মিনিট ধরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ছড়িয়ে পড়ে গোটা পাঁচমাথা এলাকায়। যান চলাচলেও ব্যাপক বিঘ্ন ঘটে।
অবশেষে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের হস্তক্ষেপে ধীরে ধীরে শান্ত হয় পরিবেশ স্বাভাবিক ছন্দে ফেরে এলাকা।