বিহারে ফের রাজনৈতিক রক্তপাত। জমি সংক্রান্ত বিবাদের জেরে গুলি চালনার ঘটনায় খুন হলেন এক আরজেডি নেতা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাটনা :: বৃহস্পতিবার ১১,সেপ্টেম্বর :: বিহারে ফের রাজনৈতিক রক্তপাত। জমি সংক্রান্ত বিবাদের জেরে গুলি চালনার ঘটনায় খুন হলেন এক আরজেডি নেতা। শুক্রবার গভীর রাতে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত আরজেডি নেতার নাম রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা রাজকুমার রাই ওরফে আল্লাহ রাই স্থানীয় রাজনৈতিক মহলে পরিচিত। তাঁর বিরুদ্ধে ও পক্ষের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল।

শুক্রবার রাতে হঠাৎই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সেই সময় দুষ্কৃতীরা লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে রাজেন্দ্রনগর টার্মিনালের কাছে চিত্রগুপ্তের মুন্নাচক এলাকায় আরজেডি নেতার উপর হামলা চালায় দুষ্কৃতীরা। তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এরপর রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রাজকুমার। সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

এদিকে, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আরজেডি নেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে নিয়ে যাওয়া রাজকুমারকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। সূত্রের খবর, রাঘোপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল তাঁর।

এই খুনের ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচন ঘনিয়ে আসার মুখে এই ধরনের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিহারে উত্তেজনা আরও বাড়ল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 11 =