বিদেশ মন্ত্রকের সতর্কবার্তা: রাশিয়ান সেনাবাহিনিতে যোগদানের প্রস্তাব থেকে দূরে থাকুন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: বৃহস্পতিবার ১১,সেপ্টেম্বর :: বিদেশে কর্মসংস্থানের সন্ধানে থাকা ভারতীয় নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করল ভারতের বিদেশ মন্ত্রক। রাশিয়ান সেনাবাহিনিতে যোগদানের প্রস্তাব নিয়ে সম্প্রতি একাধিক অভিযোগ উঠেছে।

মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিভিন্ন ভুয়ো এজেন্ট ও সংস্থার মাধ্যমে ভারতীয় যুবকদের প্রলুব্ধ করে রাশিয়ান সেনাবাহিনিতে যোগ দেওয়ার ফাঁদ পাতছে কিছু অসাধু চক্র।

মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, এ ধরনের কোনো প্রস্তাব গ্রহণ করা মারাত্মক ঝুঁকিপূর্ণ। যুদ্ধক্ষেত্রে গিয়ে প্রাণহানির আশঙ্কা তো রয়েছেই, পাশাপাশি আন্তর্জাতিক আইনের দিক থেকেও এটি অবৈধ হতে পারে। তিনি বলেন—“ভারতীয় নাগরিকরা যাতে এ ধরনের প্রতারণার শিকার না হন, সেই জন্যই আমরা সতর্ক করছি। কোনোভাবেই বিদেশি সেনাবাহিনিতে যোগ দেওয়ার প্রলোভনে পা দেবেন না।”

সম্প্রতি একাধিক ভারতীয় যুবক রাশিয়া থেকে ফিরতে সমস্যায় পড়েছেন বলে জানা গিয়েছে। তাদের অনেককেই যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছিল বলে অভিযোগ।

মন্ত্রক জানিয়েছে, যদি কেউ এমন কোনো প্রস্তাব পান, তবে অবিলম্বে নিকটবর্তী ভারতীয় দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করতে হবে। একই সঙ্গে এই ধরনের এজেন্ট বা ভুয়ো সংস্থার বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিশেষজ্ঞদের মতে, বিদেশে চাকরির খোঁজে গিয়ে যেন কেউ অজানা সংস্থার ফাঁদে না পড়েন। “সামান্য আর্থিক প্রলোভনের বিনিময়ে নিজের জীবন ঝুঁকিতে ফেলা কোনো বুদ্ধিমানের কাজ নয়,” মন্তব্য করেছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =