নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শীতলকুচি :: বৃহস্পতিবার ১১,সেপ্টেম্বর :: বুধবার রাত সাড়ে আটটা নাগাদ শীতলকুচি ব্লকের বিডিও অফিস সংলগ্ন রাজ্য সড়কে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। কালো রঙের একটি অটো ও সাদা অটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন চারজন যাত্রী।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। যদিও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি অটো আটক করে থানায় নিয়ে আসে। অন্য অটোচালক দুর্ঘটনার পর গাড়িসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।
স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর আহতদের ছেড়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।