পুজোর প্রাক্কালে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মন্ত্রীর এলাকায় ব্যাহত জনজীবন, প্রভাব ব্যবসায়ে,

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ১১,সেপ্টেম্বর :: পুজোর আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মন্ত্রীর এলাকায় ব্যাহত জনজীবন।আতঙ্কে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা।বহু দোকানপাঠ বন্ধ।সদর এলাকায় আনাগোনা কম মানুষের।রাতের পর দিনেও চলছে পুলিশের টহলদারি।

মঙ্গলবার রাত থেকেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে অগ্নিগর্ভ মালদার হরিশ্চন্দ্রপুর সদর এলাকা। বৃহস্পতিবার সকালেও এলাকার পরিবেশ থমথমে। সাধারণ মানুষের মধ্যে গ্রাস করেছে আতঙ্ক। আর মাত্র ১৭ দিন পরেই দুর্গাপুজো। এই সময় যেখানে ব্যবসা রমরমিয়ে। সেখানে নেই মানুষের আনাগোনা।ক্ষতির মুখে পড়ছে ব্যবসায়ীরা।আবার আতঙ্কে অনেকে দোকান খোলে নি। ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে।ব্লক সাংগঠনিক রদবদলের পরে মন্ত্রী ঘনিষ্ঠরা পদ পেতেই শুরু হয় তাণ্ডব। অভিযোগ উঠে মন্ত্রী তাজমুল হোসেনের ভাই জম্মু রহমানের নির্দেশে জেলা পরিষদ সদস্য বুলবুল খানের ঘনিষ্ঠ দুই নেতার বাড়িতে এবং দোকানে হামলা চালায় মন্ত্রী অনুগামীরা।

তারপরেই বুধবার সকালে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বুলবুল ঘনিষ্ঠরা জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। বুধবার রাতে হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিভিন্ন গ্রাম থেকে সদর এলাকায় বুলবুল অনুগামী বহু মানুষ জমায়েত করতে শুরু করে।

আগাম অশান্তির আঁচ পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকারের নেতৃত্বে র‍্যাফ এবং বিশাল পুলিশ বাহিনী টহল শুরু করে।এখনো সেই টহল চলছে।অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি। কিন্তু শাসকের এই কোন্দলের প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =